ঢাকার মীরপুরে বিএনপি সমাবেশে হামলা এবং দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধাদানের প্রতিবাদে খুলনায় দলটির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বেলা ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা।
বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক আমীমর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।বক্তারা বলেন, হামলা-মামলা করে বিএনপিকে রাজপথের আন্দোলন থেকে উচ্ছেদ করা যাবে না। বিএনপি রাজপথে থাকবে ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করবে।