কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহফুজ মিয়া ও কবির মিয়া নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এ তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। আটক মাদক বিক্রেতারা হলেন-ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার রামরাইল এলাকার মৃত লাল মিয়ার ছেলে মাহফুজ মিয়া এবং একই জেলা ও উপজেলার ভৌলাচং এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কবির মিয়া ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে কটিয়াদী উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এসময় মাদকবিক্রেতা মাহফুজ মিয়া ও কবির মিয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৩৬৫ টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদকবিক্রেতা মাহফুজ মিয়া ও কবির মিয়া জানান, দীর্ঘদিন ধরে তারা মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়-বিক্রয় করে আসছিল।র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর মাদক বিক্রেতা মাহফুজ মিয়া ও কবির মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।