রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বালুখালী ইউনিয়নের পার্শ্ববর্তী হ্রদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় বালুখালী ইউনিয়নের পাশে সনাতনী একটি দল নৌকায় করে হ্রদে পূজা অর্চনা করতে এসেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের দলের মধ্যে কেউ একজন হতে পারে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির স্বজনদের কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।