নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অসলোভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৭৬ জন নিহত হয়েছে।
- আইএইচআর জানিয়েছে, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে সব জায়গায় আলাদা করে হতাহতের ঘটনা নিশ্চিত করা কঠিন।
- ইরানের সরকারি হিসাবের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪১। তাদের বেশিরভাগই বিক্ষোভকারী হলেও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও রয়েছে।
- ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের রাজপথে সরকারপন্থিরাও বিক্ষোভ প্রদর্শন করেছে। এতে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। বিক্ষোভকারীরা ‘বিদেশিদের মদদে’ দেশে অস্থিরতার তৈরির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধেও আওয়াজ তোলে তারা।
রয়টার্স ভিন্ন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের অস্থির অবস্থাকে কাজে লাগিয়ে দেশটির ক্ষতি করার চেষ্টা যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে বলেও অভিযোগ উঠেছে।
সূত্র: রয়টার্স।