fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকইরানে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়েই চলেছে

ইরানে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়েই চলেছে

নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। অসলোভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৭৬ জন নিহত হয়েছে।

  • আইএইচআর জানিয়েছে, ইরানে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে সব জায়গায় আলাদা করে হতাহতের ঘটনা নিশ্চিত করা কঠিন।
  • ইরানের সরকারি হিসাবের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪১। তাদের বেশিরভাগই বিক্ষোভকারী হলেও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যও রয়েছে।
  • ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের রাজপথে সরকারপন্থিরাও বিক্ষোভ প্রদর্শন করেছে। এতে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ। বিক্ষোভকারীরা ‘বিদেশিদের মদদে’ দেশে অস্থিরতার তৈরির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধেও আওয়াজ তোলে তারা।

রয়টার্স ভিন্ন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের অস্থির অবস্থাকে কাজে লাগিয়ে দেশটির ক্ষতি করার চেষ্টা যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে বলেও অভিযোগ উঠেছে।

সূত্র: রয়টার্স।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments