বর্তমান সময়ে বাংলা নাটকের যে কজন তরুণ নির্মাতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় কাজল আরেফিন অমি। তার অনন্য নির্মাণ ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে হয়েছেন আলোচিত, প্রশংসিত এবং সমালোচিত।
দর্শক জনপ্রিয়তার কথা মাথায় রেখে একের পর এক সিজন নির্মাণ করে যাচ্ছেন তিনি। তবে সিজন ফোরে এসে সমালোচনার জেরে কিছুটা বিপর্যস্ত হতে হয়েছে জনপ্রিয় এই নির্মাতাকে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ মৌসুমে প্রচারিত কয়েকটি সংলাপ নিয়ে ফেসবুকে সমালোচনার মুখে ধারাবাহিকটির কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়।
ব্যাচেলর পয়েন্ট নাটকপ্রেমীদের জন্য সুখবর হলো ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর-এর প্রচারিত ৭৪, ৭৫, ৭৬ ও ৭৭ পর্ব নতুন করে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১০ অক্টোবর নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই খবরটি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেতা জিয়াউল হক পলাশ।অমির নির্মিত সিঙ্গেল নাটকের সংখ্যা গণনা করা সময়সাপেক্ষ ব্যাপার। কারন তিনি অসংখ্য নাটক উপহার দিয়েছেন। আর সিঙ্গেল নাটকের বাইরে বলতে গেলে আলোচনার তুঙ্গে রয়েছে যে নাটকটি সেটি হলো ’ব্যাচেলর পয়েন্ট’। দেশীয় টিভি নাটকের ইতিহাসে অরণ্য আনোয়ারের ‘নুরুলহুদা’ ছাড়া আর কোনও ধারাবাহিকের তিনটি সিক্যুয়েল বা সিজন নির্মিত হয়নি। সেক্ষেত্রে ‘ব্যাচেলর পয়েন্ট’ সেই মাইলফলককেও ছাড়িয়ে গেছে।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়। এতে মারজুক রাসেল ছাড়াও জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজনসহ আরও অনেকে অভিনয় করেছেন।