বগুড়ায় পিকআপ উল্টে আব্দুল বাছেদ নামের এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছেন। ১২ অক্টোবর সকাল ১০ টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার সিংজানী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল বাছেদ গাবতলী উপজেলার কৈঢোপ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। সে পেশায় একজন তুলা ব্যবসায়ী।
জানা গেছে, আব্দুল বাছেদ একটি পিকআপ ভ্যান ভাড়া নিয়ে বগুড়া থেকে নাটোর যাচ্ছিলেন। তিনি পিকআপে তুলার বস্তার উপরে বসে ছিলেন। বগুড়া-নাটোর মহাসড়কে সিংজানি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি মহাসড়কের পার্শ্বে খাদে উল্টে যায়। এতে তুলার বস্তার নিচে চাপা পড়ে আব্দুল বাছেদ সেখানেই মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে যাওয়ার কারণে তাদেরকে গ্রেফতার করা যায়নি।