fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাক্লাবগুলোকে ২০৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ফিফা

ক্লাবগুলোকে ২০৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে ফিফা

আসছে নভেম্বরে কাতারে বসছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। ফুটবলের সর্বোচ্চ এ টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্বের প্রায় সব শীর্ষ ক্লাব তাদের নিজ নিজ খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে। আর সে কারণে ক্ষতিপূরণ হিসেবে ক্লাবগুলোকে ২০৯ মিলিয়ন ডলার দেবে বলে ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ১১ অক্টোবর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেও ক্লাবগুলোকে সমপরিমাণ ক্ষতিপূরণ দিয়েছিল ফিফা। সে সময় ৬৩টি জাতীয় ফেডারেশনের ৪১৬টি ক্লাব ফিফার দেয়া ক্ষতিপূরণ পেয়েছিল। টুর্নামেন্ট চলাকালীন জাতীয় দলে খেলা ক্লাবগুলোর প্রতিটি খেলোয়াড়ের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার ডলার করে দেয়া হবে। এর মধ্যে প্রস্তুতির সময়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এই ক্ষতিপূরণ সেসব ক্লাবই পাবে যাদের খেলোয়াড়রা বিশ্বকাপের অন্তত দুই বছর আগে থেকে জাতীয় দলে খেলছে।ইউরোপীয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে ফিফা খেলোয়াড় প্রতি ক্লাবকে এই ক্ষতিপূরণ দিয়ে আসছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments