fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনানদীতে বর-কনেসহ ডুবলো বিয়ের নৌকা

নদীতে বর-কনেসহ ডুবলো বিয়ের নৌকা

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে একটি বরযাত্রীবাহী নৌকা ডুবে গেছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে রামগতি উপজেলার চরআবদুল ইউনিয়নের চেয়ারম্যান বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলটি নদীর তীর থেকে ১০০ থেকে ১৫০ ফুট দূরত্বে। ফলে নৌকায় থাকা ৩০-৩৫ জন যাত্রী সাঁতার কেটে উপরে উঠে আসেন। নৌকার কোনো যাত্রী নিখোঁজ নেই বলে জানিয়েছে স্থানীয়রা

স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ও মহিউদ্দিন মেম্বার বলেন, বুধবার চর আবদুল্লাহর বাসিন্দা কালু মাঝির ছেলে সোহাগের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নারী, শিশু ও পুরুষসহ ৩০ থেকে ৩৫ জন একটি নৌকায় করে উপজেলার মূল ভূখণ্ড আলেকজান্ডারে যায়। সেখান থেকে সোহাগের নতুন শ্বশুরবাড়ি চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগরের হাজীগঞ্জ এলাকায় যায় তারা। বিয়ের পর্ব শেষে রাতে নববধূকে নিয়ে নৌকায় বাড়ি ফেরার পথে বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান বাজারের কাছাকাছি গেলে নৌকাটি নদীতে ডুবে যায়। পরে সেটি আবার উল্টো হয়ে ভেসে ওঠে।

বরযাত্রী নোমান চৌকিদার বলেন, সন্ধ্যা ৬টার দিকে বর-কনে এবং বরযাত্রীদের নিয়ে নৌকাটি আলেকজান্ডার থেকে রওনা হয়। আমিও ওই নৌকাতে উঠি। মাঝপথে নৌকার ইঞ্জিনের জ্বালানি তেল ফুরিয়ে যায়। পরে জাহাজের একটি স্পিড বোটে খবর দেওয়া হয়। সেটিতে যাত্রীবাহী নৌকাটি বেঁধে নেওয়ার পর একটি খালের মুখে যাওয়া মাত্র পানির গোল্লার মধ্যে পড়ে উল্টে ডুবে যায়। তবে আমরা সবাই নিরাপদে তীরে উঠতে পেরেছি।

রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহম্মেদ বলেন, নৌকাতে ৩০-৩৫ জন যাত্রী ছিল। সবাই নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments