fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনানয় মাসে ৩৯৫ শিশুর অস্বাভাবিক মৃত্যু

নয় মাসে ৩৯৫ শিশুর অস্বাভাবিক মৃত্যু

২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ৩৯৫ জন শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ১৩ অক্টোবর আইন ও সালিশ কেন্দ্র এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে। নিহত শিশুদের মধ্যে ০ থেকে ৬ বছরের শিশুর সংখ্যা ৯০। ৭৩ জনের বয়স ৭ থেকে ১২ বছর, ১৯০ জন শিশু ১৩ থেকে ১৮ বছরের। বাকি ৪২ শিশুর বয়স এখনো জানা যায়নি।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে নানা কারণে মোট ৩৯৫ জন শিশু মারা গেছে। এসব ঘটনায়, মোট ১৭১টি মামলা হয়েছে। নিহত শিশুদের মধ্যে ২০ জনকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ১০৭ শিশুকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়। নির্যাতনের পর হত্যা করা হয়েছে ৯৫ জন গৃহকর্মী শিশুকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments