fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটবিজেপিতে যোগ না দেওয়ায় গাঙ্গুলিকে 'জোর করে বহিষ্কার'!

বিজেপিতে যোগ না দেওয়ায় গাঙ্গুলিকে ‘জোর করে বহিষ্কার’!

ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদ হারানো প্রায় নিশ্চিত হয়ে গেছে দলটির সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির।

সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেটের সভাপতি হিসাবে প্রতিস্থাপিত হতে চলেছেন, প্রাক্তন অধিনায়কের সমর্থকরা দাবি করেছেন যে ক্ষমতাসীন রাজনৈতিক দলে যোগ দিতে অস্বীকার করার জন্য তাকে জোর করে বহিষ্কার করা হয়েছে।

সব কিছু ঠিক থাকলে ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার রজার বিনি সেই পদে আসীন হতে যাচ্ছেন। এদিকে পদ হারানোর পর মুখ খুলেছেন সৌরভ। গণমাধ্যমকে তিনি বলেছেন, বাঁচতে গেলে ধনকুবের হওয়া লাগে না।

১৩ অক্টোবর বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে উপস্থিত হয়েছিলেন সৌরভ। সেখানেই ‘পদ হারানো’সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। সৌরভ বলেন, ‘আমি একসময় প্রশাসক হিসেবে কাজ করেছি। এখন সেখান থেকে বেরিয়ে এর চেয়েও বড় কিছু করতে পারি। আমি সিএবি ও বিসিসিআই সভাপতি হয়েছি ঠিকই, কিন্তু খেলোয়াড় জীবনের ১৫ বছর সেরা। জানতাম দলে থাকতে গেলে রান করতে হবে। আমি মানি জীবনে বাঁচতে গেলে ধনকুবের হওয়া লাগে না।’

১৯৯২ সালে ওয়ানডেতে অভিষেক হওয়ার পর ১৯৯৬ সালে টেস্টে অভিষেক হয়েছিল সৌরভের। পদ হারিয়ে সেই স্মৃতিও রোমন্থন করেছেন তিনি। সৌরভ বলেন, ‘১৯৯৬ সালে ইংল্যান্ড সফরে শেষ ওয়ানডে ম্যাচের দিন সকালে জানতে পারি টেস্ট খেলব। তিন সপ্তাহ পর লর্ডসে ছিল প্রথম টেস্ট। আমি শতরান করি। পঙ্কজ রায়ের পর বাংলা থেকে দীর্ঘদিন কেউ খেলেননি।’

অতীত নিয়ে নাকি মোটেই ভাবেন না সৌরভ। ভবিষ্যৎ নিয়েই বাঁচতে চান তিনি। তার ভাষ্যমতে, ‘আমি অতীত নিয়ে ভাবি না। ভবিষ্যতে বাঁচি। শচীন-দ্রাবিড়রা একশোর বেশি টেস্ট খেলেছে। ওদের সঙ্গে আমিও খেলেছি। লর্ডসের সেঞ্চুরি করেছিলাম শনিবার। এত বছর পরেও ভুলিনি। স্কোরবোর্ডে তাকাইনি। ধাপে ধাপে প্রথমে ২০ ও তারপরে ৩০। আমি এভাবেই এগিয়েছি। স্পোর্টসে সাফল্য রাতারাতি আসে না। এক রাতে কেউ চন্দ্রশেখর ঘোষ, নরেন্দ্র মোদি, শচীন টেন্ডুলকার হতে পারেন না।’
সৌরভ আরও যোগ করেন, ‘আমার মনঃসংযোগ ছিল। পরের বল ও পরের রান নিয়ে ভাবতাম। এটা একটা পদ্ধতি। ওই ইনিংস আত্মবিশ্বাস দেয়। স্পোর্টসে প্রতিদিন শূন্য থেকে শুরু করতে হয়। কেউ বঞ্চিত হবে। কেউ সফল হবে। কেউ ব্যর্থ হবে। কিন্তু নিজের উপর আস্থা রাখতে হবে।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments