যশোর শহরের রাঙামাটি গ্যারেজ এলাকার একটি ওয়ার্কশপে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র,গুলি,ম্যাগজিন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়। পরে রাত ১০টার দিকে অভিযানের বিষয়ে ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।
আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। এ অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রূপণ কুমার সরকার ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ অংশ নেন।
তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে ওই স্থানে আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। এ ব্যাপারে গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ওয়ার্কশপ থেকে অস্ত্র তৈরির তিন কারিগরকে আটক করা হয়েছে।’