fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধওয়ার্কশপের আড়ালে তৈরি হতো আগ্নেয়াস্ত্র

ওয়ার্কশপের আড়ালে তৈরি হতো আগ্নেয়াস্ত্র

যশোর শহরের রাঙামাটি গ্যারেজ এলাকার একটি ওয়ার্কশপে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র,গুলি,ম্যাগজিন ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়। পরে রাত ১০টার দিকে অভিযানের বিষয়ে ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। এ অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রূপণ কুমার সরকার ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ অংশ নেন।

তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে ওই স্থানে আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। এ ব্যাপারে গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। ওয়ার্কশপ থেকে অস্ত্র তৈরির তিন কারিগরকে আটক করা হয়েছে।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments