গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৭টি বসতঘর পুড়ে গেছে। ১৩ অক্টোবর রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় সামাল উদ্দিনের ছেলে নূরুল হক ওই ঘরগুলোর মালিক। পাশাপাশি আলাদা পাঁচটি বাড়ির মধ্যেই ওই ঘরগুলো। এর মধ্যে প্রথম বাড়িটিতে রয়েছে ১৬টি ঘর। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে প্রথম বাড়ির একটি ঘরে আগুন লাগে। পরে তা পর পর তিনটি বাড়ির ১৭টি করে মোট ৫১টি কক্ষে ছড়ায়। সবশেষে আরেকটি বাড়ির ১০টি কক্ষ পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওই পাঁচ বাড়িসংলগ্ন মেঘনা সাইকেল কারখানা ও ডেকু গার্মেন্টস। পুড়ে যাওয়া ঘরগুলোর বাসিন্দাদের বেশিরভাগই ওই দুই কারখানার শ্রমিক।ক্ষতিগ্রস্ত পাপিয়া আক্তার জানান, কারখানা থেকে ফিরে রান্নার পর খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎ প্রতিবেশীদের ’আগুন-আগুন’ চিৎকারে দৌড়ে বাইরে যান।
প্রত্যক্ষদর্শী সুজন মিয়া জানান, আগুন লাগার পর প্রথমে তারা নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয় ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বেলাল জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে আগুনে ৭৭টি ঘর পুড়ে গেছে।