fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকইরানে বিক্ষোভে যৌন হয়রানি করেছে পুলিশ

ইরানে বিক্ষোভে যৌন হয়রানি করেছে পুলিশ

ইরানে বিক্ষোভের সময় একজন নারীকে যৌন হয়রানি করেছে পুলিশ। ওই নারী বিক্ষোভকারীকে আটকের চেষ্টাকালে পুলিশ যৌন হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং পুলিশের আচরণ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযুক্ত দাঙ্গা পুলিশ সদস্যকে চিহ্নিত করে বিচারেরও দাবি উঠেছে।পুলিশ বাহিনীর এমন আচরণে ক্ষুব্ধ জনতা ইরানের পুলিশ প্রধানের পদত্যাগ চেয়েছে। ঘটনাটি দেখে সরকার সমর্থকরাও অভিযুক্তদের নিন্দা করেছে।

সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের ছবি ও ভিডিও প্রকাশে বিঘ্ন ঘটার পরেও ইরানিরা এখনো সেসব শেয়ার করছে। দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের অস্থিরতা চলছে।২২ বছর বয়সী মাশা আমিনি নৈতিকতা পুলিশের হাত আটক থাকা অবস্থায় মারা যাওয়ার পর বিক্ষোভ শুরু হয়েছে। যদিও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাশা শারীরিক অসুস্থ তাজনিত কারণে মারা গেছে। তবে মাশা আমিনির পরিবার তা মানছে না।

মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানের চলমান বিক্ষোভে শুধু গত মাসেই প্রাণ হারিয়েছে অন্তত ২৩ শিশু। গত কয়েক দিনে ইরানের অভ্যন্তরে নিরাপত্তা বাহিনীর নির্যাতনের ঘটনার ভিডিও বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেসব ভিডিওতে দেখা গেছে, এক নারীকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে ইরানের আইন-শৃঙ্খলা বাহিনীর নারীদের বিশেষ একটি দল; একটি পিক-আপ থেকে গুলি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।এ ছাড়া আটক বিক্ষোভকারীদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে; বন্দুকের গুলি থেকে বাঁচার জন্য লোকজন চিৎকার করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments