নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিন জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার পর শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির ঘটনায় শাওন, জিম ও রিফাত নামে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের বয়স ১৭ থেকে ১৮ বছর। তাদের বাড়ি খানপুর ও ডন চেম্বার এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নবীগঞ্জ মেলা থেকে ঘুরে নৌকাটিতে করে শহরে বাসায় ফিরছিলেন নিহতেরাসহ সবাই। নৌকাটিতে অন্তত ২৭ জন আরোহী ছিল। তিন জন বাদে সবাই সাঁতরে কূলে ভিড়তে সক্ষম হয়। একটি বড় জাহাজ পাশ দিয়ে গেলে জাহাজের ঢেউয়ে দুটো নৌকার ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়।