fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধরাজধানীতে ট্রাফিক পুলিশ বক্সে হামলা

রাজধানীতে ট্রাফিক পুলিশ বক্সে হামলা

রাজধানী ঢাকার মিরপুর ও পল্লবীতে ৭টি ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ও আজ শনিবার সকালে অভিযান চালিয়ে থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।

তাদের মধ্যে মিরপুর থানার পুলিশ ১৩ জনকে, পল্লবী থানার পুলিশ ৮ ও ডিবি ৯ জনকে গ্রেফতার করেছে। মিরপুরের ১৩ জনের মধ্যে ১১ জনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মিরপুর ও পল্লবী থানা এলাকার সাতটি ট্রাফিক পুলিশ বক্সে শুক্রবার ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চালকারা হামলা চালান। এতে এক কনস্টেবল আহত হন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ জানান, গ্রেফতার আটজনকে এরই মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, গ্রেফতার ১৩ জনের মধ্যে কেউ ব্যাটারিচালিত অটোরিকশার চালক, আবার কেউ রিকশার মালিক। আর ৯জনকে গ্রেফতারের বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ বিকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments