fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিককুখ্যাত কারাগারে গোলাগুলি-অগ্নিকাণ্ড

কুখ্যাত কারাগারে গোলাগুলি-অগ্নিকাণ্ড

ইরানের কুখ্যাত এভিন কারাগার রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শোনা গেছে গোলাগুলির শব্দও।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটক করে রাখার জন্য পরিচিত ইরানের কুখ্যাত এভিন কারাগার।কুর্দি তরুণী মাসা আমিনিকে ঘিরে চলা তীব্র আন্দোলনের মধ্যেই ইরানের কুখ্যাত কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল৷

অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে অগ্নিশখা ও ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। একজন কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের জন্য ‘উত্তেজনা’ ও ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ দায়ী। এই ঘটনায় আটজন আহত হয়েছেন।  এতে কোনো রাজনৈতিক বন্দী এতে জড়িত ছিল না। সংবাদ সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে৷

গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতাবিষয়ক পুলিশের হেফাজতে মারা যান মাসা আমিনি৷ এরপর অশান্ত হয়ে ওঠে ইরান৷ যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়৷ শুক্রবার ইরানের একটি মানবাধিকার সংস্থা জানায়, আন্দোলনে  এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments