fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকঅষ্ট্রেলিয়াজেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া

জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া

পশ্চিম জেরুজালেমকে আর ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এ কথা জানিয়েছেন।

২০১৮ অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল।

মঙ্গলবার এক বিবৃতিতে ওং বলেন, অস্ট্রেলিয়ার পূর্ববর্তী ও দীর্ঘস্থায়ী অবস্থান পুনরায় নিশ্চিত করছে সরকার। জেরুজালেমের স্ট্যাটাস কার নিয়ন্ত্রণে থাকবে, কী হবে, তা একটি চূড়ান্ত ইস্যু। এটি ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে যেকোনও শান্তি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

ওং আরও বলেন, পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মরিসন সরকারের দেওয়া স্বীকৃতি থেকে সরে আসছে অস্ট্রেলিয়া।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments