পশ্চিম জেরুজালেমকে আর ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এ কথা জানিয়েছেন।
২০১৮ অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল।
মঙ্গলবার এক বিবৃতিতে ওং বলেন, অস্ট্রেলিয়ার পূর্ববর্তী ও দীর্ঘস্থায়ী অবস্থান পুনরায় নিশ্চিত করছে সরকার। জেরুজালেমের স্ট্যাটাস কার নিয়ন্ত্রণে থাকবে, কী হবে, তা একটি চূড়ান্ত ইস্যু। এটি ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে যেকোনও শান্তি আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।
ওং আরও বলেন, পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মরিসন সরকারের দেওয়া স্বীকৃতি থেকে সরে আসছে অস্ট্রেলিয়া।