বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জে পুষ্পস্তবক অর্পণ, মানববন্ধন, কেক কাটাসহ নানা আয়োজনে দিনটি উদযাপিত হচ্ছে।
সকাল ৭টায় শহরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে শেখ রাসেলের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
রে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয়। তাছাড়াও দিনব্যাপি জেলার বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি উদযাপিত হয়।