রাশিয়ার বাহিনী মঙ্গলবার আবার ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এ কারণে রাজধানী কিয়েভ ও অন্যান্য কয়েকটি শহরের কিছু অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের একজন সহকারী বলেছেন, দেশটির জ্বালানি পরিস্থিতি এখন সংকটজনক।প্রসিকিউটররা বলছেন, রাজধানীতে হামলায় দুজন নিহত হয়েছে।মঙ্গলবার দনিপ্রো নদীর কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রের চারপাশ থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
কিয়েভের পশ্চিমে জাইতোমিরে বিদ্যুৎ ও পানির সংযোগ কাটা হয়েছে। দনিপ্রোতেও দুটি স্থাপনা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো তিমোশেঙ্কো বলেছেন, ‘প্রথমত, বিদ্যুৎ সংরক্ষণের জন্য সবার প্রস্তুত থাকা উচিত এবং দ্বিতীয়ত, হামলা অব্যাহত থাকলে পালাক্রমে লোডশেডিংও হতে পারে। জনগণকে কঠিন শীতের জন্য প্রস্তুত করতে হবে। ’
প্রেসিডেন্ট ভোলোদিমির মঙ্গলবার টুইটারে বলেছেন, গত আট দিনে ইউক্রেনের ৩০% বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এতে সারা দেশে ব্যাপক বিদ্যুৎহীনতার সৃষ্টি হয়েছে।