fbpx
বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
বাড়িঅপরাধপূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা আটক ২

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা আটক ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পার গেন্ডারিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. মাসুম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

১৯ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আইয়ুব আলী জানান, খবর পেয়ে মিটফোর্ড হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের স্বজনদের কাছে জানতে পেরেছি টাকা-পয়সা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মাসুমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন প্রতিপক্ষরা। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় দুইজনকে আটক করে হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহত মাসুম দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্যা পার গেন্ডারিয়ার তালপট্টি এলাকার মো. লোকমানের বাসায় ভাড়া থাকতেন বলেও জানান এসআই মো. আইয়ুব আলী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments