fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িকুষ্টিয়াদৌলতপুরঅস্ত্রোপচার করেন নার্স, প্রসূতির মৃত্যু

অস্ত্রোপচার করেন নার্স, প্রসূতির মৃত্যু

প্রসব বেদনায় কাতর এক নারীর অস্ত্রোপচার করেন নার্স। কাটা স্থান সেলাই করেন অন্তত সোয়া চার ঘণ্টা পর। ততক্ষণে রক্তক্ষরণে মৃত্যু হয় প্রসূতির।

নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার এ ঘটনা ঘটেছে। তবে নবজাতক সুস্থ আছে।প্রসব বেদনায় কাতর এক নারীর অস্ত্রোপচার করেন নার্স। কাটা স্থান সেলাই করেন অন্তত সোয়া চার ঘণ্টা পর। ততক্ষণে রক্তক্ষরণে মৃত্যু হয় প্রসূতির। নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার এ ঘটনা ঘটেছে। তবে নবজাতক সুস্থ আছে। নিহত প্রসূতি শিখা আক্তার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের সজীব মিয়ার স্ত্রী।

বুধবার ভোরে প্রসব বেদনা শুরু হয় শিখার। সকাল ৬টার দিকে তাঁকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পৌনে ৭টার দিকে তাঁর সন্তান প্রসব হয়। নার্স সন্তান প্রসব করাতে গিয়ে অস্ত্রোপচার করেন।

কল্পনা আক্তারের অভিযোগ, এরপর সেলাই না করেই প্রসূতিকে ফেলে রাখা হয় শয্যায়। কাটা স্থান থেকে অনেক রক্তক্ষরণ হতে থাকে। নার্সকে বিষয়টি জানালে প্রসূতির স্বজনদের প্রতি ক্ষিপ্ত হয়ে বলেন- ‘আপনারা নার্সের চেয়ে বেশি বোঝেন? তাহলে এখানে নিয়ে এসেছেন কেন?’ পরে বেলা পৌনে ১১টার দিকে কাটা জায়গা সেলাই করেন নার্স। ততক্ষণে প্রসূতির মৃত্যু হয়। এ সময় দায়িত্বে ছিলেন নার্স সীমা আক্তার ও শিউলী আক্তার।
শিখার বাবা আগজর আলী ও স্বামী সজীব মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, নার্সের অবহেলায় শিখার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নার্সের বিচার চান তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো নার্স মন্তব্য করতে রাজি হননি।
বারহাট্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নিহত প্রসূতিকে অন্তঃসত্ত্বা অবস্থায় চিকিৎসক দেখানো হয়নি। বুধবার ভোরে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন প্রসবের চূড়ান্ত সময় ছিল। কোথাও রেফার্ড করা সম্ভব হয়নি; রক্তের গ্রুপও জানা যায়নি। সন্তান প্রসবের সময় হালকা প্যারিনিয়াল টিইএআর হয়। রক্তস্বল্পতায় হার্ট বিকল, অর্থাৎ এনিমিক হয়ে মৃত্যু হয়।তিনি আরও জানান, এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি কোনো অবহেলা থাকে, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নার্স অস্ত্রোপচার করলেন কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নার্স অস্ত্রোপচার করেননি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments