কুমিল্লায় গাছের ধাক্কা লেগে কামাল ও সজীব নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২০ অক্টোবর বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি রেইনট্রি কড়ই গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরেকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহতদের শুধু নাম জানা গেছে। তাদের বাকি পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তবে তারা ধান ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। তাদের পরিবার এখনও থানায় এসে পৌঁছায়নি। তারা এলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।