লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচরে গাছে উঠে ডাব পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২১ অক্টোবর বেলা ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী বাগানে এ ঘটনা ঘটে।রাসেল শাকচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেমের ছেলে। তিনি শাকচরের কাদিরারগোজা এলাকায় থাকতেন।
শাকচর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, রাসেল ডাব পাড়ার জন্য গাছে ওঠেন। একপর্যায়ে ডাবের ছড়ি কেটে দিলে সেটি গাছের পাশে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে। সেখান থেকে ডাবের ছড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।