লিভারপুল সেরা ছন্দে না থাকলেও গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে। শনিবার বড় জয়ে ওই ধাক্কা সামলে নিল সিটিজেনরা। ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পেপ গার্দিওয়ালার দল।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলের লিড নেয় ম্যানসিটি। দুটি গোলই করেন আর্লিং হল্যান্ড। ২২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেওয়ার পর ৪৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্রাইটনের ট্রোসার্ড গোল করে ব্যবধান কমান। কিন্তু চলতি মৌসুমে দারুণ ফুটবল খেলা দলটি ম্যানসিটির সমান বলের পজিশন রেখেও গোল শোধ করতে পারেনি। বরং ৭৫ মিনিটে কেভিন ডি ব্রুইনি গোল করে তাদের বড় ব্যবধানে হারান।
এই জয়ে ম্যানসিটি শিরোপার লড়াইটা আর্সেনালের সঙ্গে জমিয়েই রাখল। গানাররা ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ১১ ম্যাচে এক হার ও দুই সমতায় ম্যানসিটির পয়েন্ট ২৬।