fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়৫৫ টাকায় চিনি বিক্রি করবে টিসিবি

৫৫ টাকায় চিনি বিক্রি করবে টিসিবি

রাজধানীর গুরুত্বপূর্ণ ও উন্মুক্ত স্থানে জনসাধারণের কাছে ভর্তুকি মূল্যে চিনি বিক্রির কার্যক্রম শুরু করছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। ২৪ অক্টোবর থেকে গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে প্রতি কেজি ৫৫ টাকা দরে চিনি কিনতে পারবেন সাধারণ মানুষ। এজন্য টিসিবির ফ্যামিলি কার্ড প্রয়োজন হবে না।

রাজধানীতে ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী দামে চিনি বিক্রির বিশেষ কার্যক্রম শুরু করছে টিসিবি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে টিসিবি সাশ্রয়ী মূল্যে চিনি টিসিবি সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।সোমবার দুপুর ১টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সম্প্রতি চিনির বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েছে বাজার। চিনির দাম নিয়ে কারসাজির অভিযোগে অভিযা চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। করা হচ্ছে জরিমানাও।

সরকার গ্যাসে রেশনিং করার কারণে শিল্পে গ্যাস সরবরাহ কমায় চিনির উৎপাদনে ধস নেমেছে। আবার নিত্যপণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার টিসিবির জন্য চিনি সংগ্রহ করছে স্থানীয় বাজার থেকে। এতে চাহিদার সঙ্গে জোগানের দূরত্ব বাড়ছে। ডলার সংকটে হওয়াকেও দায়ী করছেন উৎপাদকরা।রোববার কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, দেশে গত বছরের তুলনায় এ বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। শিগগির আরও ১ লাখ টন চিনি আমদানি করা হবে। দ্রুতই চিনির বাজার স্থিতিশীল হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments