গ্যাস, বিদ্যুৎ ও পানি নিরবচ্ছিন্নভাবে সরবরাহের দাবিতে রাজধানীতে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
২২ অক্টোবর রাজধানীর বাড্ডা, গুলশান, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর, খিলগাঁও, ভাটারা, দক্ষিণখান, তেজতুরি বাজার, শ্যামলী, চিড়িয়াখানা রোড, রামপুরা, মগবাজার, বনানী কাঁচাবাজারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকার প্রতিবাদে এসব বিক্ষোভ মিছিলে বিএনপি ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা অংশ নেন।
এসময় নেতাকর্মীরা গ্যাস দে, বিদ্যুৎ দে, পানি দে, নইলে গদি ছাইড়া দে এসব স্লোগান দেন। এতে দলীয় কোনো স্লোগান দেওয়া হয়নি। কয়েকটি ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেন।