fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকশি চিনপিংকে অভিনন্দন ভ্লাদিমির পুতিনের

শি চিনপিংকে অভিনন্দন ভ্লাদিমির পুতিনের

চীনের নেতা হিসেবে তৃতীয় মেয়াদ নিশ্চিত করায় শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন জানিয়েছেন, তিনি দুই দেশের মধ্যকার ‘বিস্তৃত অংশীদারিত্বের’ আরও উন্নয়ন ঘটানোর অপেক্ষায় আছেন।

ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া উদ্ধৃতিতে ভ্লাদিমির চীনা প্রেসিডেন্টকে জানিয়েছেন, দলের কংগ্রেসের ফলাফলে আপনার উচ্চ রাজনৈতিক কর্তৃত্ব পুরোপুরি নিশ্চিত হয়েছে, পাশাপাশি আপনার নেতৃত্বাধীন দলটির ঐক্যও সাধিত হয়েছে।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর তিন সপ্তাহ আগে শি চিনপিং ও ভ্লাদিমির পুতিন ‘সীমাহীন’ অংশীদারিত্বের চুক্তিতে স্বাক্ষর করেন।

চীন সতর্ক একটি পথ অনুসরণ করে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। তবে মস্কোর সামরিক অভিযানে সহায়তা বা এটি অনুমোদন করা থেকে বিরত থেকেছে বেইজিং।

গত সেপ্টেম্বরে এই দুই নেতার মধ্যে মুখোমুখি বৈঠক হয়েছে। সেখানে পুতিন বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে শি চিনপিংয়ের ‘প্রশ্ন ও উদ্বেগ’ বুঝতে পেরেছেন তিনি। এতে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো দুই নেতার দৃষ্টিভঙ্গীর পার্থক্য প্রকাশ পায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments