যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। সোমবার ২৪ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যায় ব্রিটিশ সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
১৯২২ সালের রক্ষণশীল বিধায়কদের কমিটির প্রধান সুনাককে কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা হিসাবে ঘোষণা করেছেন। ফলে তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আর কোনো বাধা থাকছে না।কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্র্যাডি বলেছেন, সুনাক তার নেতৃত্বের দৌড়ে জয়লাভের পর কনজারভেটিভ এমপিদের উদ্দেশে ভাষণ দেবেন।
ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী হতে প্রয়োজনীয় সংখ্যক সমর্থন জোগাড় করেছেন ঋষি। তার নেতৃত্বে যাওয়ার পথ মসৃণ হয় সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সরে যাওয়ার কারণে। ঋষিকে সমর্থন দিয়েছিলেন ১৫৫ জন সদস্য। পেনি পেয়েছিলেন ৯০ জনের। এখন যেহেতু তিনি নিজেই ঋষিকে সমর্থন দিয়েছেন, বলা চলে কনজারভেটিভ ৩৫৭ সদস্যর সবার সমর্থন পেলেন তিনি। সে হিসেবে বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন এ ভারতীয় বংশোদ্ভূত।