রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটে বাংলাদেশের চাহিদা মেটাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সৌদি রাষ্ট্রদূত রিয়াদে ৩০-৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য আসন্ন যৌথ অর্থনৈতিক কমিশন সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের অগ্রগতি সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই সফরে তার অফিস থেকে পূর্ণ সহযোগিতার কথা জানান।
বৈঠকে তারা সৌদি আরব থেকে বাংলাদেশে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদ্যমান এবং সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। মন্ত্রী বলেন, তার অফিস সৌদিকে যেকোনো বিষয়ে সহযোগিতা করার জন্য প্রস্তুত।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বর্তমান জ্বালানি তেল সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের চাহিদা মেটাতে সৌদি আরবের সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে এলএনজি খাতে সম্ভাব্য সৌদি বিনিয়োগের দিকে নজর দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান। সৌদি রাষ্ট্রদূত বলেন, তিনি সংশ্লিষ্ট সৌদি স্টেকহোল্ডারদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের সাম্প্রতিক নিয়োগকে স্বাগত জানান। তিনি মুসলিম বিশ্বের জন্য তার গতিশীল ভূমিকার জন্য নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমাদের জনগণ সৌদির প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছে। প্রস্তাবকে স্বাগত জানান সৌদি রাষ্ট্রদূত।