এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভের ম্যাচে বৃহস্পতিবার ফের মাঠে নামছে টাইগাররা, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সিডনিতে ম্যাচের আগে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। জানালেন, এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাও চাপে থাকবে।
সাকিব বলেন, ‘আমরা প্রেডিক্টেবল হতে চাই না। এ বিশ্বকাপে আমরা কন্ডিশন ও প্রতিপক্ষের কথা বিবেচনা করে প্রস্তুতি নিচ্ছি। কারণ প্রতিটি মাঠ ভিন্ন, মাঠের আকৃতি ভিন্ন, বাতাসের গতিপ্রকৃতি আলাদা, আবহাওয়াও আলাদা। আমরা এসব বিবেচনায় রেখেই পরিকল্পনা সাজাব। তা হয়তো আমাদের পক্ষে নাও আসতে পারে। তবে আমরা এমন খোলা মনেই এগোচ্ছি। ’
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা কিছুটা হলেও চাপে থাকবে বলে বিশ্বাস সাকিবের, ‘টস একটা জিনিস, যেটা আমাদের হাতে নেই। আমাদের যদি আগে ব্যাটিং করতে হয়, চেষ্টা করব ভালো ব্যাটিং করতে। যদি আগে বোলিং করতে হয় চেষ্টা করব সেটাও ভালো করতে। কারণ আমরা ম্যাচটা খেলতে নামব জেতার জন্য। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। দক্ষিণ আফ্রিকার জন্যও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। যেহেতু ওদের প্রত্যাশা ছিল একটা পয়েন্ট বেশি পাবে প্রথম ম্যাচে, যেটা পায়নি। তো ওদের জন্য অনেকটা বাঁচা-মরার লড়াই, একটু হলেও চাপ থাকবে। ’