fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়‘টার্মিনাল ছাড়া টোল আদায় করা যাবে না’

‘টার্মিনাল ছাড়া টোল আদায় করা যাবে না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টার্মিনাল ছাড়া টোল আদায় করা যাবে না। স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেবে। সেখানে কোন কোন স্থান থেকে কী পরিমাণ টোল আদায় করা যাবে তা উল্লেখ থাকবে। এর বাইরে টোল বা চাঁদা আদায় করা হলে তাদের  বিরুদ্ধে মামলা করা হবে।

বৃহস্পতিবার সড়কে পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোড়দারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ‌্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে অনেক রাস্তা দখল করে রেখেছে। এসব বড় বড় প্রকল্পের জন‌্যও যানজট লাগে। এছাড়া, রাজধানীতে যে পরিমাণ সড়ক দরকার তার চেয়ে কম আছে। রাজনৈতিক কর্মসূচির কারণেও যানজট সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments