fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাআখাউড়ায় দুই ট্রেনের সংঘর্ষ থেকে রক্ষা

আখাউড়ায় দুই ট্রেনের সংঘর্ষ থেকে রক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অল্পের জন্য দুটি ট্রেন সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে। ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।২৮ অক্টোবর বিকেল ৩টার দিকে রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনার শঙ্কা দেখা দেয়। এতে আখাউড়া স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, আজমপুরে স্টেশনে চট্টগ্রামগামী পাহাড়িকা আটকা পড়ে।

সরজমিনে দেখা যায়, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফরমে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস দাঁড়ানো। এর পিছনে চট্টগ্রামগামী ৬০৪ নম্বর কন্টেইনার।ট্রেনের সহকারী চালক আবু তালহা জানান, সিগন্যাল পেয়েই আখাউড়ায় প্রবেশ করি। এ সময় সামনে ট্রেন দেখে থামিয়ে ফেলি। কাগুজে নির্দেশনা ছাড়াই ট্রেন পিছাতে বলায় আমি রাজি হইনি।

ট্রেনের পরিচালক শফিকুল ইসলাম জানান, চালকের সঙ্গে আমিও জরুরি ব্রেক ধরি। তবে, ব্যস্ততা দেখিয়ে তিনি আর কথা বলতে রাজি হননি।স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, চালক সিগন্যাল অতিক্রম করেন। কেন তিনি সেটা করলেন আমি জানি না। পিছিয়ে নিতে কাগজ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments