fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাঝটিকা মিছিল থেকে ৪ শিবিরকর্মী গ্রেপ্তার

ঝটিকা মিছিল থেকে ৪ শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় শুক্রবার সকালে ইসলামী ছাত্রশিবিরের একটি ঝটিকা মিছিলে ধাওয়া করে সংগঠনটির চার কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেপ্তার চার জন হলেন- ফাহিম, তারেক আহমদ, তৌহিদুল ইসলাম  ও মোহাম্মদ নজরুল ইসলাম পারভেজ ।

পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে সকাল ৮টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি মুরাদপুর এলাকায় এলে পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আশপাশের বিভিন্ন গলি থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments