লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রায় ৩০০ কেজি টিসিবি পণ্য মজুদ রাখার দায়ে পরিবেশক এসএম দিদার হোসেন মামুনের ১ লাখ টাকা জারিমানা করা হয়েছে।২৯ অক্টোবর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন এ আদেশ দেন।
এর আগে, দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের মুদি ব্যবসায়ী পাবেলের বাড়ি থেকে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করার সময় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী ও ইউপি সদস্য মমিন উল্যা উপস্থিত ছিলেন।জরিমানাপ্রাপ্ত মামুন রায়পুর ও রামগতি উপজেলার টিসিবির পরিবেশক। তিনি মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টিসিবি পরিবেশক মামুনের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার টিসিবি পরিবেশকের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হবে।