fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাবাসের ধাক্কায় প্রাণ গেলো আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেলো আরোহীর

পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সমাথ রায়  নামের মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় চক্র রায় নামের আরও একজন আহত হন।

৩০ অক্টোবর দুপুরে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলি হোসেনের ঘাট এলাকায় ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ উপজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সমাথ রায় একই ইউনিয়নের খারিজা ভাজনী পঞ্চায়েত পাড়া এলাকার সুভাস রায়ের ছেলে।লিশ ও স্থানীয়রা জানান, সমাথ রায় প্রতিবেশী চক্র রায়কে নিয়ে মোটরসাইকেলে করে ভাউলাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই মোটরসাইকেলসহ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সমাথ রায়ের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments