fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকআর্জেন্টিনার কোচ চিন্তিত ?

আর্জেন্টিনার কোচ চিন্তিত ?

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই যেন বাড়ছে আর্জেন্টিনার ফুটবলারদের চোটাক্রান্ত হওয়ার মিছিল। ছোটখাটো চোট অনেকেরই আছে।তবে বেশি ভাবাচ্ছে মিডফল্ডার জিওভান্নি লো সেলসোর চোট। শোনা যাচ্ছে সেরে উঠতে অস্ত্রোপাচার করানো হতে পারে তাকে।গত রোববার লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে হারে লো সেলসোর দল ভিয়ারিয়াল। ওই ম্যাচের ৩০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায় পেশিতে চোট আছে। সেলসোর আগে থেকেই চোটাক্রান্ত আছেন আনহেল দি মারিয়া ও পাওলো দিবালা।

স্ক্যালোনি অবশ্য স্পষ্টই জানালেন চোটাক্রান্তদের নিয়ে কোন ঝুঁকি নেবেন না তিনি। বলেছেন, ‘আগে দল, পরে ব্যক্তি। এই ছেলেরা শুরুর দিন থেকে আমাদের সঙ্গে আছে এবং এর গুরুত্ব অনেক, কিন্তু আমরা দুঃখিত। আমাদেরকে দলের ভালোটা দেখতে হবে। ’সেলসোর চোট নিয়ে স্ক্যালোনি বলেছেন, ‘এ মুহূর্তে আমি শান্ত আছি; কেননা, এখন আমরা কেবল মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করতে পারি। এমন ঘটনা ঘটতেই পারে। আমরা লো সেলসো এবং অন্য খেলোয়াড়দের পরিস্থিতি মূল্যায়ন করছি। দুর্ভাগ্যজনকভাবে এগুলো ঘটবে, অনেক ম্যাচ হচ্ছে এবং অক্টোবরে ঠাসা সূচি ছিল; ফলে এগুলো ঘটতেই পারে। ’

কাতার বিশ্বকাপের পর্দা উঠবে ২০  নভেম্বর। দল চূড়ান্ত করার শেষ সময় ১৪ নভেম্বর। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। দল চূড়ান্ত করা নিয়ে শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করতে চান স্ক্যালোনি।তিনি বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এখনও আমাদের হাতে দলের তালিকা জমা দেওয়ার সময় আছে। ছেলেরা কীভাবে সাড়া দেয়, সেটা দেখব, কিন্তু পরিস্থিতি এখনও জটিল। বেশ কয়েকজন এ মুহূর্তে খেলার অবস্থায় নেই; তবে আমরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব। ’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments