fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধজমি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

জমি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে ভাই খুন

চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল ইসলাম হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম বকুল (৩৫) বলেন, ‘আমার স্বামী ও আমি ঘরে ছিলাম। এ সময় তার বড় ভাই তাজুল ইসলাম (৬০), স্ত্রী রহিমা বেগম (৪৫), তার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও আবির (২৪) মিলে আমাদের ঘরে জোরপূর্বক প্রবেশ করে আমার স্বামী সিরাজুল ইসলামকে মারধর শুরু করে।

একপর্যায়ে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলেন। আমার চিৎকারে বাড়ির অন্য লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে আমি ও বাড়ির লোকজন আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার ইসিজি করে তাকে মৃত ঘোষণা করেন। কয়েক বছর ধরে আমার ভাশুরের পরিবারের সাথে আমাদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করে। আমি হত্যাকারীদের বিচার চাই। ’

কর্তব্যরত চিকিৎসক ডা. শাহনাজ সুলতানা বিপাশা বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিরাজুল ইসলামকে নিয়ে এলে আমরা ইসিজি করে নিশ্চিত হই, হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা গেছেন। ’

জানা যায়, সিরাজুল ইসলাম একজন ওমানফেরত প্রবাসী। স্ত্রী মাকসুদা বেগম একজন গৃহিণী, বড় ছেলে সিয়াম মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে শান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্বামীকে হারিয়ে ছেলেদের নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন নিহতের স্ত্রী মাকসুদা বেগম।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলের স্ত্রী তামান্না বেগম।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments