fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধশাহজালালে সোনাসহ যুবক আটক

শাহজালালে সোনাসহ যুবক আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে এক কেজি সোনাসহ হোসাইন মাহমুদ নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন

আজ শুক্রবার দুপুরের দিকে তাকে আটক করা হয়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আটকৃতের কাছ থেকে ৬টি গোল্ডবার, স্বর্ণালংকার ২৯৬ গ্রাম, ৩টি ল্যাপটপ ও দুটি আইফোন উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া এসব জিনিসের আনুমানিক বাজার মূল্য ৭১ লাখ ৬০ হাজার টাকা।

আটক হোসাইন মাহমুদ ফেনীর দাগনভূইয়া উপজেলার বরইয়া গ্রামের নুর নবীর ছেলে। আটকের সময় তার কাছ থেকে কোনো এয়ার টিকিট বা ফ্লাই করার কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, তিনি কোনো যাত্রীর কাছ থেকে স্বর্ণ, মোবাইল ফোন ও ল্যাপটপ সংগ্রহ করে বের হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছুই জানাননি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। আটককৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments