fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকমিয়ানমার সরকারকে টিকিয়ে রেখেছে চীন...

মিয়ানমার সরকারকে টিকিয়ে রেখেছে চীন…

অভ্যুত্থানের মাধ্যমে গত বছর ক্ষমতা গ্রহণ করলেও তা পোক্ত করতে ব্যর্থ হয় মিয়ানমারের সামরিক বাহিনী। কিন্তু জান্তা সরকারকে টিকে থাকতে এবং মানবাধিকার লঙ্ঘনের সুযোগ করে দিয়েছে চীন। আর এতে রয়েছে রাশিয়া ও ভারতের সমর্থন। আন্তর্জাতিক আইনপ্রণেতাদের একটি দল এ কথা বলেছেন। বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের আসিয়ান প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় অগ্রগতির ‘সর্বোচ্চ’ ঘাটতির মধ্যেই এই ‘দৃঢ় ও সমালোচনাহীন’ সমর্থন পেয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী, বিশেষ করে বেইজিং ও মস্কোর কাছ থেকে।

আটজন আইনপ্রণেতার দলটি বলছে, সময় এসেছে আসিয়ানের পরিকল্পনা ত্যাগ করা এবং মিয়ানমারের গণতান্ত্রিক বিরোধীদের প্রতি সমর্থন জোরদার করতে শক্ত পদক্ষেপ নেওয়ার।এদিকে মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের সাবেক আইনপ্রণেতাকে ১৪৮ বছরের সাজা দিয়েছেন সামরিক আদালত। সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গত সোমবার ৫২ বছর বয়সী উইন মিন্ট হ্লাংকে সাজা দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments