fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকবাইজুসের গ্লোবাল অ্যাম্বাসেডর -মেসি

বাইজুসের গ্লোবাল অ্যাম্বাসেডর -মেসি

কাতার বিশ্বকাপের আর বাকি মাত্র ১৫ দিন। ঠিক এই সময় ভারতীয় কোম্পানির সঙ্গে যুক্ত হলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ভারতীয় ই-লার্নিং অ্যাপ বাইজুসের গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।উল্লেখ্য, মেসিই সংস্থাটির প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সম্প্রতি বাইজুসের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

সবার জন্য শিক্ষাকে সুনিশ্চিত করতে কাজ করছে এই সংস্থা। এমনটাই জানান হয়েছে এই বিবৃতিতে। খেলাধুলোর ক্ষেত্রে বিরাট অবদান থাকায় লিওনেল মেসিকেই বেছে নিয়েছে এই সংস্থা।বাইজুসের সহ-প্রতিষ্ঠাতা দিব্য গোকুলনাথ বলেন, ‘আমরা আমাদের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে লিওনেল মেসিকে পেয়ে সম্মানিত বোধ করছি এবং আমরা রোমাঞ্চিতও। তিনি সাধারণ জায়গা থেকে উঠে এসে এখন পর্যন্ত সবচেয়ে সফল ক্রীড়া ব্যক্তিদের একজন হয়ে উঠেছেন।’বাইজুসও ভিন্ন ভিন্ন ক্ষেত্রের ‘মেসিদের’ গড়ে ওঠার ক্ষেত্র তৈরি করে দিতে চায়, জানান গোকুলনাথ। বলেন, ‘এমন সুযোগই বাইজুসের সবার জন্য শিক্ষা প্রকল্প তৈরি করতে চায়। বর্তমানে প্রায় ৫০ লক্ষ শিশুকে এর আওতায় নিয়ে আসাই লক্ষ্য সংস্থার।’

আসছে কাতার বিশ্বকাপের পৃষ্ঠপোষক হয়েছে বাইজুস। শুধু তাই নয়, ভারতের ক্রিকেট দলকেও পৃষ্ঠপোষকতা দেয় এই সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, ‘আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে লিওনেল মেসি ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বেন। এর পাশাপাশি তাকে বাইজুসের সবার জন্য শিক্ষা প্রকল্পের প্রচারে দেখা যাবে।’বাইজুসের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি মেসিও। তিনি বলেন, ‘উচ্চ মানের শিক্ষা জীবনকে বদলে দেয়, এবং বাইজুস বিশ্বব্যাপী লক্ষ লক্ষ শিক্ষার্থীর কর্মজীবনের পথ পাল্টে দিয়েছে। আমি আশা করি, তরুণ শিক্ষার্থীদের শীর্ষে পৌঁছাতে এবং থাকতে অনুপ্রাণিত করবে।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments