fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশবরিশালপিটিয়ে আসামির হাত ভেঙে দেয়ার অভিযোগ জেলারের বিরুদ্ধে

পিটিয়ে আসামির হাত ভেঙে দেয়ার অভিযোগ জেলারের বিরুদ্ধে

বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক আসামিকে পিটিয়ে তার হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে জেলারের বিরুদ্ধে।

শের-ই বাংলা মেডিকেলে আহত আসামি মো. হৃদয়ের বাম হাতে প্লাস্টার করিয়ে তাকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছে কারা সূত্র। তবে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন জেলার।

  • হৃদয় বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ধান গবেষণা রোডের মো. আতাউর রহমানের ছেলে।

একটি হত্যা মামলায় ২০১৮ সাল থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতবাস করছেন হৃদয়।

  • নির্ভরযোগ্য সূত্র জানায়, কারাভ্যন্তরের সিডর-১২ নম্বর ভবনে বসবাস করছেন হৃদয়। ওই ওয়ার্ডের এক আসামির জামিন হলে হৃদয় তার কাছে চাঁদা দাবি করে। গত ৬ নভেম্বর বিকেল ৫টার দিকে সিডর ওয়ার্ডের গেট লকাপ করতে গিয়ে বিষয়টি অবগত হন জেলার মো. শাহেআলম।

এতে ক্ষিপ্ত হয়ে কারারক্ষীদের হাতে থাকা লাঠি (ডিউটি লাঠি) দিয়ে হৃদয়কে বেধড়ক পেটায় জেলার শাহেআলম। এতে তার বাম হাত ভেঙে যায়। ওইদিন রাতে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন ৭ নভেম্বর তাকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। সেখানে তার ভাঙা হাতে প্লাস্টার করিয়ে ওইদিনই তাকে কারাভ্যন্তরের হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। বর্তমানে হৃদয় কারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে তার পরিবারিক সূত্র।

  • এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাহেআলম পিটিয়ে আসামির হাত ভেঙে দেয়ার অভিযোগ অস্বীকার করেন।
  • তিনি বলেন, আসামি হৃদয় বাথরুমে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে। তার বাম হাতের হাড়ে চিড় ধরেছে।

শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসা করিয়ে তাকে বর্তমানে কারা হাসপাতালে রাখা হয়েছে। সে সুস্থ হয়ে উঠছে বলে দাবি জেলারের।

এ বিষয়ে জানতে চাইলে কিছু জানেন না বলে দাবি করেন কেন্দ্রীয় কারাগারের সুপারিনটেনডেন্ট রত্না রায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments