fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়সড়ক ও যোগাযোগবঙ্গবন্ধু টানেল ব্যয় হবে ৯৮৩ কোটি টাকা

বঙ্গবন্ধু টানেল ব্যয় হবে ৯৮৩ কোটি টাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের লক্ষ্যে সার্ভিস প্রোভাইডার হিসেবে টানেল নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কন্সট্রাকাশন কোম্পানি লিমিটেডকে সিসিসিসি নিয়োগ দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানকে ৫ বছরে মোট ৯৮৩ কোটি ৮২ লাখ ৬২ হাজার ১৬৬ টাকা পরিশোধ করতে হবে।

সূত্র জানায়, বঙ্গবন্ধু টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য সিসিসিসি-কে যে অর্থ দিতে হবে তার ৬৫ শতাংশ বাংলাদেশি মুদ্রায় এবং ৩৫ শতাংশ বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হবে। উক্ত কার্যক্রম পরিচালনার জন্য স্ক্যানারসহ অন্যান্য যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হবে বিধায় অনুমোদিত মূল্য অপরিবর্তিত রেখে বাংলাদেশি মুদ্রায় ৬৫  শতাংশ অর্থাৎ ৬৫৬ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৪০৮ টাকা এবং বৈদেশিক মুদ্রায় ৩৫ শতাংশ অর্থাৎ ৩ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৯৪০ ইউএস ডলার পরিশোধ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণে নিয়োজিত সিসিসিসি টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কাজের জন্য আগ্রহ প্রকাশ করে একটি প্রস্তাব দাখিল করে। সিসিসিসি চীনের সরকারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে মোট জনবল ১ লাখ ১২ হাজার ৭১৯ জন। প্রতিষ্ঠানটি পরিবহন খাতে কাজ করে থাকে। ইতোমধ্যে চীনসহ অন্যান্য দেশে সড়ক ও রেল সেতু, হাইস্পিড রেলওয়ে, টানেল এবং বন্দর ইত্যাদি নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। সিসিসিসি চীন ও চীনের বাইরে এক্সপ্রেসওয়ে, সেতু ও টানেল রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কাজে নিয়োজিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—টানেলসহ ১৯০ কিলোমিটার দীর্ঘ নমপেন-সিহানুকভিলে এক্সপ্রেসওয়ে, ২৫৫ কিলেমিটার দীর্ঘ ডাওঝেন-ওয়েংঅ্যান এক্সপ্রেসওয়ে, ১০৯ কিলোমিটার দীর্ঘ ফুলিং-ফেংডু-সিঝু এক্সপ্রেসওয়ে, ৭ কিলোমিটার দীর্ঘ নান ঝিং ইয়াংঝি রিভার টানেল অন্যতম।এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য বুধবার ১৬ নভেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

এর আগে গত ১৮ মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টানেল রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য নির্মাতা সংস্থা সিসিসিসি-কে নিয়োগের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধু চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। টানেল নির্মাতা প্রতিষ্ঠান সিসিসিসি’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং তাদের পূর্বঅভিজ্ঞতার আলোকে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেওয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments