fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যটিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ করতে পারিনি-

টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ করতে পারিনি-

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে যাত্রীসেবা বৃদ্ধির জন্য। আমাদের টিকিটিং ব্যবস্থায় কালোবাজারি ছিল। সেগুলো আমরা পরিপূর্ণভাবে এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে উদ্যোগ গ্রহণ করেছি।টিকেট যার ভ্রমণ তার, আমরা সেই ব্যবস্থা চালু করছি।

রেলদিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রেল সেবাসপ্তাহ উদ্বোধন অনুষ্ঠনে তিনি এসব কথা বলেন।

যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের কালোবাজারি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ই-টিকিটিং নিয়ে যারা কালোবাজারি করছে তাদের কাছ থেকে টিকিট না নিয়ে ধরিয়ে দিন।

রেলমন্ত্রী বলেন, রেল দিবসকে সামনে রেখে আমরা রেল সপ্তাহ পালন করছি। একটি দেশের উন্নয়ন করতে হলে ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী এই লক্ষ্য নিয়েই ২০১১ সালে রেলওয়েকে নতুন জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রেলের নতুন নতুন লাইন বৃদ্ধি করা হলো। যমুনা সেতুতে রেল সেতু করা হয়েছে। এতে উত্তর অঞ্চলের সাথে রেল যোগাযোগ বাড়ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments