ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ বাধায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে মেরামত কাজ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে স্থলবন্দরটির ইমিগ্রেশন ভবন, রাস্তা ও যাত্রীদের টয়লেট মেরামত কাজে বাধা দেয় বিএসএফ। ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরে মেরামত কাজ বন্ধ রাখে।
আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সেখানকার ইমিগ্রেশন ভবন, প্রধান রাস্তা ও যাত্রীদের ব্যহারের জন্য টয়লেটের মেরামত কাজ করছিল গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল। দুপুরে বিএসএফের বরাতে বিজিবি ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ রাখার জন্য বলে।
ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, ‘জরাজীর্ণ ইমিগ্রেশন ভবন, রাস্তা ও টয়লেটের মেরামত কাজ করা হচ্ছিল। সকালে বিএসএফ বাধা দিয়েছে বলে বিজিবি কর্মকর্তারা এসে বলে গেছেন। তারপর আমরা কাজ বন্ধ রাখি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন, ‘সীমান্তে ১৫০ গজের ভেতরে কোনো কাজ করতে গেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে করতে হয়। বিষয়টি আগে থেকে আমাদের জানায়নি ইমিগ্রশন কর্তৃপক্ষ। যেহেতু দুই দেশের যাত্রীদের সুবিধার্থে এই মেরামত কাজ করা হচ্ছে, তাই ২-১ দিনের মধ্যে বিএসএফের সঙ্গে আলোচনা করে আবার মেরামত কাজ শুরু করা হবে।’