fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধকারাবন্দি স্ত্রীকে হেরোইন দিতে গিয়ে...

কারাবন্দি স্ত্রীকে হেরোইন দিতে গিয়ে…

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি স্ত্রী শম্পা পারভীনকে হেরোইন দিতে গিয়ে তার স্বামী আমিনুল খন্দকার গ্রেপ্তার হয়েছেন। আমিনুল মাদারীপুরের কুলপরদী তালতলা গ্রামের লাল মিয়া খন্দকারের ছেলে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে ৫ পুড়িয়া হেরোইন পান।

কোনাবাড়ি থানা পুলিশ জানায়, মাদক মামলায় গ্রেপ্তার শম্পা পারভীন বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি। তার স্বামী আমিনুল খন্দকার মঙ্গলবার বিকেলে শম্পার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এসময় স্ত্রীকে দেওয়ার উদেশে পকেটে করে ৫ পুড়িয়া হেরোইন নিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করেন তিনি।

এদিকে কারাগারে প্রবেশের আগেই প্রধান ফটকে কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে। এসময় তার পকেট থেকে ৫ ‍পুড়িয়া হেরোইন জব্দ করা হয়। পরে তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কোনাবাড়ি থানার উপপরিদর্শক মো. লিটন মিয়া জানান, আমিনুল হেরোইন নিয়ে কারাগারে প্রবেশ করার চেষ্টা করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments