fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅপরাধএসএসসি-এইচএসসি’র জাল সনদ তৈরি

এসএসসি-এইচএসসি’র জাল সনদ তৈরি

ঢাকার কেরানীগঞ্জ থেকে জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম শাওন হোসেন।

তার কাছ থেকে আটটি ভুয়া সার্টিফিকেট, দুটি মনিটর, সিপিইউ, কি-বোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, লেমিনেটর, ছয়টি ক্যাবল ও চারটি প্যাকেট রেপিং ফিল্ম উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ১৫ নভেম্বর ঢাকা জেলার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। অভিযানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য শাওন হোসেনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, শাওন দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিলেন। এগুলো তিনি টাকার বিনিময়ে বিক্রি করতেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments