বিশুদ্ধ পানির কষ্ট থেকে মুক্তি পাবেন আলীকদম সদর উপজেলার বাসিন্দারা।বান্দরবান পৌরসভা এবং বান্দরবান জেলার তিন উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আলীকদম উপজেলার থানা পাড়ায় নির্মাণ হচ্ছে এ পানি শোধনাগার।
দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন আলীকদমবাসী। এ সংকট মেটাতে দুই কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের বাস্তবায়নে আলীকদম উপজেলার থানা পাড়া এলাকায় নির্মাণ হচ্ছে একটি পানি শোধনাগার কেন্দ্র। ২০২১ সালের জানুয়ারি মাসে এ পানি শোধনাগার কেন্দ্রের কাজ শুরু হয়। আর কাজ শেষ হওয়ার কথা ২০২৩ সালের জুন মাসে। নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আলীকদম উপজেলা পরিষদকে এ পানি শোধনাগার কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। আর তাদের নিয়ন্ত্রণে পুরো আলীকদম সদরে পাইপের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে গ্রাহকদের কাছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য্য জানান, আলীকদম সদর উপজেলার বাসিন্দাদের জন্য সুপেয় পানি পৌঁছে দিতে থানা পাড়ায় নির্মাণ করা হচ্ছে একটি পানি শোধনাগার। প্রকল্পের অধিকাংশ কাজ শেষ হয়েছে। এখন চলছে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ আর বাদবাকি কাজ শেষে ২০২৩ সালের জুন মাসের মধ্যে এটি চালু করা সম্ভব হবে।