fbpx
বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
বাড়িঅন্যান্যজামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মীকে গ্রেফতার

জামায়াত-শিবিরের ৬৬ নেতাকর্মীকে গ্রেফতার

সাভারে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেফতার  করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রাম চাপড়া থেকে তাদেরকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।

তাদেরকে গ্রেফতার  করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এঘটনায় গ্রেফতারকৃতদের স্বজনরা সাভার মডেল থানার সামনে জড়ো হলো সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশ বলছে, রাতে উপজেলার আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের সীমান্ত ঘেষা গ্রাম চাপড়া এলাকার একটি নির্জন স্থানে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠন করছেন এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এসময় সেখান থেকে জামায়াত-শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম পরিচয় বা জামায়াত-শিবিরের কোন পদে আছেন তা বলতে চাননি পুলিশ। গ্রেফতারকৃতরা সেখানে বৈঠন কালে নাশকতা করতে চেয়েছিলো বলে জানিয়েছে পুলিশ

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments