টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সাম্প্রতিক পারফরম্যান্স আশার পালে হাওয়া দিচ্ছে আর্জেন্টাইনদের। দলটির সাবেক ডিফেন্ডার পাবলো জাবালেতাও বিশ্বাস করেন, এবার বিশ্বকাপ জিতে নিতে পারে আর্জেন্টিনা।
৩৬ বছর ধরে অধরা হয়ে আছে বিশ্বকাপ। সেই অপেক্ষা ফুরাতেই কাতারে পা রেখেছে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, আনহেল দি মারিয়াদের নিয়ে বিশ্বজয়ের স্বপ্নজাল বুনছে দুইবারের চ্যাম্পিয়নরা।২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম সদস্য ছিলেন পাবলো জাবালেতা। জার্মানির কাছে হেরে সেবার শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার।
কিন্তু এবার মেসির নেতৃত্বে দারুণ কিছু অর্জনের প্রত্যাশা করছেন জাবালেতা, ‘একজন আর্জেন্টাইন হিসেবে চাইব, কাতার থেকে আমাদের দল দারুণ কিছু অর্জন করে ফিরুক। বর্তমান দল অসাধারণ ফুটবল খেলছে। আমি বলতে চাই, আর্জেন্টিনা ফাইনালে খেলবেই এবং বিশ্বকাপও জিতে নিতে পারে।’