পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসছে আজ সোমবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা দেবে। বিইআরসির সদস্য মোহাম্মদ বজলুর রহমান গতকাল রবিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘কমিশন সোমবার আজ বিদ্যুতের নতুন দাম ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।দুপুর ১২টার দিকে নতুন দাম ঘোষণা করা হবে। ’ দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার বিদ্যুতের দাম বাড়ছে এটা নিশ্চিত, তবে কতটুকু বাড়ছে, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ’
বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর জন্য গত ফেব্রুয়ারিতে প্রস্তাব দেওয়া হয়। দাম ইউনিটপ্রতি পাঁচ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে আট টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করা হয়। কমিশনের গণশুনানি হয় ১৮ মে। গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ভর্তুকি বাদে ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে। কিন্তু মূল্যস্ফীতির চাপ ও মানুষের জীবনযাত্রার মান বিবেচনায় বিইআরসি বিদ্যুতের পাইকারি মূল্যবৃদ্ধির প্রস্তাব নাকচ করে গত মাসে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এনার্জি অডিট অ্যান্ড ট্যারিফ কে এম নঈম খান বলেন, ‘পাইকারি দাম নিয়ে গণশুনানি করার সময় আমরা গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর একটা হিসাব করেছিলাম, যাতে পাইকারিতে দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমরাও বিইআরসিতে প্রস্তাব দিতে পারি। সেটি এখন নতুন করে প্রস্তুত করছি। ’